Sambad Samakal

Venus: চাঁদের পরে শুক্র জয়ের লক্ষ্যে অভিযান! প্রস্তুতি শুরু ইসরোর

Aug 27, 2023 @ 11:00 am
Venus: চাঁদের পরে শুক্র জয়ের লক্ষ্যে অভিযান! প্রস্তুতি শুরু ইসরোর

চন্দ্রযান ৩-এর সাফল্যে মসগুল গোটা দেশ। আর এরমধ্যেই নতুন অভিযানের প্রস্তুতিও শুরু করে দিল ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো। জানা যাচ্ছে, আগামী সৌর অভিযানের পরেই শুক্র অভিযানের লক্ষ্যে কাজ শুরু করে দেবেন বিজ্ঞানীরা।

জানা যাচ্ছে, ইতিমধ্যেই শুক্রযানের জন্য বেশ কিছু যন্ত্রপাতি তৈরি করতে শুরু করে দিয়েছে ফরাসি মহাকাশ গবেষণা সংস্থা। ‘ভেনাস ইনফ্রারেড অ্যাটমস্ফিয়ার গ্যাসেস লিঙ্কার’ নামের একটি বিশেষ যন্ত্র তৈরি করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, মোট ১০০ কেজি ওজনের যন্ত্রাংশ নিয়ে মহাকাশে পারি দেবে শুক্রযান। মঙ্গলের মতোই, শুক্রগ্রহের উপবৃত্তাকার কক্ষপথেও চক্কর কাটবে ইসরোর শুক্রযান।

Related Articles