দত্তপুকুর বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হল ৯। রবিবারই উদ্ধার হয়েছিল সাত টি দেহ। সোমবার সকালে আরও দু’জনের দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, কেরামত আলির বেআইনি বাজি কারখানার অংশীদার সামশুল আলির বাড়িতেই বিস্ফোরণ হয়। সামশুলের ঝলসানো দেহ উদ্ধার হয়েছে। আরও একজনের মুণ্ডহীন দেহ পাওয়া গেছে বাড়ির কাছেই পুকুর পাড়ে। ফলে এখনও পর্যন্ত বিস্ফোরণের ঘটনায় মোট ৯ জনের মৃত্যু হয়েছে।