Sambad Samakal

Mamata Banerjee: কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের ভোট কবে? কী জানালেন মমতা?

Aug 28, 2023 @ 6:59 pm
Mamata Banerjee: কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের ভোট কবে? কী জানালেন মমতা?

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্য ঘিরে তোলপাড় চলছে। প্রশ্ন উঠছে, ছাত্র সংগঠনগুলোর ভূমিকা নিয়ে। এই আবহেই সোমবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে রাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয়গুলির ছাত্র সংসদ নির্বাচনের প্রসঙ্গ তুললেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রী বলেন, ”ছাত্রভোট করাতে হবে। আপনারা শান্তিপূর্ণভাবে ভোটটা করান। পুজোর পর হতে পারে। আলোচনা করে আমি জেলায় জেলায় নির্দেশ দিয়ে দেব।” পাশাপাশি দলের ছাত্র সংগঠনের নেতা-কর্মীদের সতর্ক করে মমতা বলেন, ছাত্র সংসদের ভোটে যাতে বহিরাগতরা ঢুকে অশান্তি না পাকাতে পারে, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। এবিষয়ে পুলিশকেও কড়া নজর রাখার জন্য নির্দেশ দেন নেত্রী।

সামগ্রিক ভাবে রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে শেষবার ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল ২০১৭ সালে। এরপর বিক্ষিপ্তভাবে কয়েকটি কলেজে ভোট হলেও সামগ্রিকভাবে কিছু হয়নি। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও একাধিকবার উদ্যোগ নিয়েছেন। কিন্তু সেটা সম্ভব হয়নি। এবার মুখ্যমন্ত্রীও এ বিষয়ে তৎপর হয়েছেন। মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের সভা থেকে জানালেন, ছাত্র সংসদ নির্বাচন হবে খুব তাড়াতাড়িই।

Related Articles