Sambad Samakal

ED: ইডির হাতে গ্রেফতার চিটফান্ড সংস্থার মালিক! কী অভিযোগ?

Aug 29, 2023 @ 12:07 pm
ED: ইডির হাতে গ্রেফতার চিটফান্ড সংস্থার মালিক! কী অভিযোগ?

ইডির হাতে গ্রেফতার এক চিটফান্ড সংস্থার মালিক! জানা যাচ্ছে ‘চক্র গ্রুপ’ নামের একটি সংস্থার কর্ণধার হলেন পার্থ চক্রবর্তী। তাকেই গ্রেফতার করেছেন কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারীরা।

ইডি সূত্রে খবর, চক্র গ্রুপ লোভনীয় সমস্ত স্কিমের টোপ দিয়ে বাজার থেকে কোটি কোটি টাকা তুলেছিল। কলকাতার নিউটাউন ও বীরভূমের তারাপীঠে ওই সংস্থার দু’টি হোটেল রয়েছে বলে খবর। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করে আরও তথ্য সংগ্রহ করতে চাইছেন ইডির তদন্তকারীরা।

Related Articles