আর দিন কয়েক পরেই ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচন। আর সেই নির্বাচনকে কেন্দ্র করে নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করল জাতীয় নির্বাচন কমিশন। জানা যাচ্ছে, মোট ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে সমস্ত বুথেই থাকবেন কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ানরা।
ধূপগুড়ি বিধানসভায় মোট বুথের সংখ্যা ২৬০। মোট ভোটার প্রায় আড়াই লক্ষ। স্পর্শকাতর বুথ হিসেবে ৩৮টি বুথকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে।