লিপস অ্যান্ড বাউন্ডস সংক্রান্ত মামলায় আরও বিপাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট! সংস্থার দফতরের কম্পিউটারে ডাউনলোড করা ১৬টি ফাইল এবার দেখতে চাইলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় ইডি তলব করতে পারে আশঙ্কা করে আগেভাগেই কলকাতা হাইকোর্টের দারস্থ হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলাতেই এদিন ক্ষোভপ্রকাশ করেন বিচারপতি ঘোষ। তিনি নির্দেশ দেন, আগামীকাল অর্থাৎ শনিবার ওই ১৬টি ফাইল জমা দিতে হবে আদালতে। তারপরেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে।