Sambad Samakal

INDIA Alliance: মুম্বইয়ে বৈঠকে ইন্ডিয়া জোট, প্রচার কমিটির মুখ কারা? তৈরি হবে অভিন্ন ন্যুনতম কর্মসূচী?

Sep 1, 2023 @ 12:15 pm
INDIA Alliance: মুম্বইয়ে বৈঠকে ইন্ডিয়া জোট, প্রচার কমিটির মুখ কারা? তৈরি হবে অভিন্ন ন্যুনতম কর্মসূচী?

শুক্রবার সকাল থেকেই মুম্বইয়ে শুরু হয়েছে ইন্ডিয়া জোটের বৈঠক। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী সহ ২৬টি বিজেপি বিরোধী দলের নেতৃবৃন্দ এদিনের বৈঠকে উপস্থিত হয়েছেন। জানা যাচ্ছে, ইন্ডিয়া জোটের প্রচার কমিটির মুখ কারা হবেন, সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এছাড়াও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মত অনুসারে, জোটের অভিন্ন ন্যুনতম কর্মসূচী নিয়েও আলোচনা হতে পারে। আগামীকাল, ২ সেপ্টেম্বর সেই কর্মসূচী ঘোষণারও সম্ভাবনা রয়েছে।

এদিন বৈঠকে যোগ দেওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বৈঠকের শেষে আমরা সাংবাদিক বৈঠক করে সমস্ত সিদ্ধান্তের কথা জানাব। তবে এটুকু বলতে পারি, আমরা গোটা ভারতের জন্য লড়াই করছি।”

Related Articles