Sambad Samakal

INDIA Alliance: জোট বেঁধেই লড়াই! মুম্বইয়ে ইন্ডিয়ার বৈঠক থেকে কী সিদ্ধান্ত?

Sep 1, 2023 @ 6:14 pm
INDIA Alliance: জোট বেঁধেই লড়াই! মুম্বইয়ে ইন্ডিয়ার বৈঠক থেকে কী সিদ্ধান্ত?

চব্বিশের লোকসভা (General Election 2024) নির্বাচনকে সামনে রেখে ইন্ডিয়া জোটে (INDIA Alliance) সামিল হয়েছে ২৮টি বিরোধী রাজনৈতিক দল। শুক্রবার মুম্বইয়ের বৈঠক থেকে একসঙ্গে জোট বেঁধে লড়ার বার্তা দিলেন বিরোধী দলের নেতৃত্ব।

গোটা দেশের সঙ্গে রাজ্যভিত্তিক সমীকরণের কথা মাথায় রেখেই ‘যথাসম্ভব’ জোট বেঁধে লড়ার প্রস্তাব গৃহীত হয়েছে এদিনের বৈঠক থেকে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), সমস্ত দলের কাছে দ্রুত মাঠে নামার আহ্বান রেখেছেন। অভিন্ন ন্যুনতম কর্মসূচীকে সামনে রেখে যৌথ কর্মসূচী পালনের জোর দেওয়া হয়েছে।

এদিন বৈঠকের শেষে ইন্ডিয়া জোটের লোগো (INIDIA Alliance Logo) প্রকাশের কথা থাকলেও, তা প্রকাশিত হয়নি। কয়েকটি দলের আপত্তি থাকায় নতুন করে লোগো তৈরি হবে বলে খবর। জাতীয় স্তরে সমন্বয় কমিটি ছাড়াও, প্রচার কমিটি ও নির্বাচন সংক্রান্ত গবেষণা কমিটিও তৈরি হয়েছে বলে খবর।

Related Articles