সংবাদ সমকাল ডেস্ক: কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতেই খুন বিজেপি (BJP) নেতা! শুক্রবার ভোরে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে লখনউয়ে। জানা যাচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রী কৌশল কিশোরের (Kaushal Kishor) বাড়ি থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার হয়েছে স্থানীয় বিজেপি নেতা বিনয় শ্রীবাস্তবের মৃতদেহ।
পুলিশ সূত্রে খবর, এদিন ভোর ৪টে নাগাদ মন্ত্রীপুত্রের নামে নথিভুক্ত পিস্তল থেকেই গুলি চালানো হয়েছিল। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের। ইতিমধ্যেই এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে মন্ত্রীপুত্র সরাসরি এই ঘটনায় যুক্ত কিনা, সেই বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।