Sambad Samakal

Vice Chancellor: আচার্য নিজেই উপাচার্য! আইনি পদক্ষেপের পথে শিক্ষামন্ত্রী

Sep 1, 2023 @ 12:31 pm
Vice Chancellor: আচার্য নিজেই উপাচার্য! আইনি পদক্ষেপের পথে শিক্ষামন্ত্রী

সংবাদ সমকাল ডেস্ক: রাজ্যের যে সমস্ত বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে উপাচার্যহীন, সেই সমস্ত যায়গায় উপাচার্য হিসেবে কাজ করবেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose) নিজে। ইতিমধ্যেই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজভবন। এবার রাজ্যপালের এই পদক্ষেপের বিরুদ্ধে আইনের দারস্থ হতে চলেছেন শিক্ষা দফতর! শুক্রবার এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী বলেন, “রাজ্যপাল একটা বাংলা প্রবাদকে মান্যতা দিলেন। যারা চালভজা, তাহাই মুড়ি। যিনি আচার্য, তিনিই আবার উপাচার্য! কোন আইনের বলে তিনি একাজ করলেন, আমার জানা নেই। আমরা আইনি পদক্ষেপ করার কথা ভাবছি।”

Related Articles