পৃথক মহকুমা হচ্ছে ধূপগুড়ি! শনিবার উপনির্বাচনের প্রচারে গিয়ে আম জনতার দাবি মেনে নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
এদিনের জনসভায় অভিষেক প্রতিশ্রুতি দেন, আগামী ৩১ ডিসেম্বরের আগেই ধূপগুড়ি আলাদা মহকুমা হবে। এরসঙ্গেই ধূপগুড়ির হাসপাতাল ও বিরুপাক খাল সংস্কারেরও কথা বলেন তিনি। এদিনের সভায় পৌঁছনোর আগে রাস্তায় গাড়ি থামিয়ে আমজনতার অভাব-অভিযোগও শোনেন অভিষেক।