শনিবার সকাল ঠিক ১১টা ৫০ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সফলভাবে উৎক্ষেপিত হল সৌরযান আদিত্য এল ওয়ানের (Aditya L1)। ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর (ISRO) ইতিহাসে এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ অভিযান।
প্রাথমিকভাবে সৌরযান আদিত্য এল ওয়ানের সমস্ত যান্ত্রিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে। সূর্যের (Sun) কাছে এল ওয়ান পয়েন্টে পৌঁছে যাবতীয় তথ্য পৃথিবীতে সরবরাহ করতে এই সৌরযান। সবমিলিয়ে প্রায় ১২৫ দিন লাগবে অভিযান সম্পূর্ণ করতে।