Sambad Samakal

ISRO: সূর্যের উদ্দেশে আজই পাড়ি দিচ্ছে সৌরযান আদিত্য এল ওয়ান!

Sep 2, 2023 @ 11:07 am
ISRO: সূর্যের উদ্দেশে আজই পাড়ি দিচ্ছে সৌরযান আদিত্য এল ওয়ান!

আজ, শনিবার সকালেই সূর্যের উদ্দেশে পাড়ি দিচ্ছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতের সৌরযান আদিত্য এল ওয়ান (Aditya L1)। জানা যাচ্ছে, এদিন বেলা ১১টা ৫০ মিনিটে শ্রীহরিকোটা থেকে সৌরযানের উৎক্ষেপণ করা হবে।

ইতিমধ্যেই ইসরোর (ISRO) পক্ষ থেকে সমস্ত প্রস্তুতির কাজ চূড়ান্ত হয়ে গিয়েছে। উৎক্ষেপণের প্রায় এক মাস পরে সূর্যের (Sun) কাছাকাছি পৌঁছনোর কথা ভারতের সৌরযানের। চন্দ্রযানের সাফল্যের পরে সৌরঅভিযান নিয়ে দেশজুড়ে উৎসাহ কার্যত তুঙ্গে উঠেছে।

Related Articles