Sambad Samakal

JU: যাদবপুরের রেজিস্ট্রারকে হুমকি চিঠি! মামলা রুজু করে তদন্তে পুলিশ, নিশানায় কে?

Sep 2, 2023 @ 12:50 pm
JU: যাদবপুরের রেজিস্ট্রারকে হুমকি চিঠি! মামলা রুজু করে তদন্তে পুলিশ, নিশানায় কে?

শুক্রবার হুমকি চিঠি পেয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু ও যুগ্ম রেজিস্ট্রার সঞ্জয় গোপাল সরকার। আর শনিবারই তাঁদের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্তে নামল যাদবপুর থানার পুলিশ।

জানা যাচ্ছে, ইতিমধ্যেই ভারতীয় দণ্ডবিধির ৫০৬, ৫০৯ ও ৩৪ নম্বর ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। হুমকি চিঠিতে যে অধ্যাপক রাণা রায়ের নাম রয়েছে, সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। কে বা কারা, কোন ঠিকানা থেকে এই হুমকি চিঠি পাঠাল সেই বিষয়ে খোঁজখবর শুরু করেছেন তদন্তকারী আধিকারিকরা।

Related Articles