ফের রাজ্যে বজ্রাঘাতের বলি ৩ জন! রবিবার পুরুলিয়ায় ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা। বজ্রাঘাতে গুরুতর আহত হয়ে রঘুনাথপুর হাসপাতালে ভর্তি রয়েছেন আরও এক গৃহবধূ।
জানা যাচ্ছে, এদিন দুপুরে বৃষ্টির সময়ে পুকুর থেকে স্নান করে বাড়ি ফিরছিলেন বছর উনিশের দুই যুবক অঞ্জন দাস ও সোমনাথ বৈষ্ণব। একটি গাছের নিচে আশ্রয় নেওয়ার সময়েই বজ্রাঘাতে মৃত্যু হয় দুজনের।প্রায় একই সময় মাঠে চাষ করার সময়ে বজ্রাঘাতে মৃত্যু হয় বছর ৫৬-র লক্ষ্মীনারায়ণ বাউড়ির। অন্যদিকে, পাঁচুডাঙার বাসিন্দা নুসরত খাতুন বজ্রাঘাতে গুরুতর আহত অবস্থায় রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছেন।