উপাচার্য নিয়োগ সংক্রান্ত বিতর্কের মাঝেই রাজ্যের ১৬ টি বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ফলে আরও বাড়ল রাজ্য-রাজ্যপাল সংঘাত!
জানা যাচ্ছে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য, অবসরপ্রাপ্ত বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়কে দেওয়া হল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব। শুধু রাজ্যের অধীনস্থ বিশ্ববিদ্যালয়গুলিই নয়, কৃষি ও প্রাণী বিশ্ববিদ্যালয়েও অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল। রাজ্যের সঙ্গে কোনওরকম আলোচনা ছাড়াই একতরফা ভাবেই উপাচার্য নিয়োগ করল রাজভবন।