Sambad Samakal

Kasba: স্কুলের ছাদ থেকে পড়ে পড়ুয়ার মৃত্যু! তীব্র চাঞ্চল্য কসবায়

Sep 4, 2023 @ 6:30 pm
Kasba: স্কুলের ছাদ থেকে পড়ে পড়ুয়ার মৃত্যু! তীব্র চাঞ্চল্য কসবায়

স্কুলের পাঁচ তলার ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক পড়ুয়ার! সোমবার বিকেলের এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার কসবার রথতলা এলাকার একটি বেসরকারি স্কুলে। জানা যাচ্ছে, মৃত পড়ুয়ার নাম শেখ খান। দশম শ্রেণির ছাত্র ছিল সে।

সূত্রের খবর, স্কুলে এদিন প্রজেক্ট জমা দেওয়ার কথা ছিল মৃত ওই পড়ুয়ার। কিন্তু তা না নিয়ে আসায় শিক্ষকদের বকুনির মুখে পড়ে সে। এমনকী ক্লাস থেকে বের করেও দেওয়া হয় তাকে। এরপরেই ঘটে যায় মারাত্মক ঘটনা। তড়িঘড়ি মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি দশম শ্রেণির ওই পড়ুয়াকে। পরিবারের সদস্যদের দাবি, মৃতের শরীরের কোনও হার ভাঙেনি, শুধুমাত্র মুখ দিয়ে রক্তপাত হয়েছে। গোটা ঘটনায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছেন তারা। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Articles