সোমবার সকাল থেকেই ঝেঁপে বৃষ্টি শহর কলকাতায়। গাঙ্গেয় উপকূলের পার্শ্ববর্তী হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনাতেও বৃষ্টিপাত চলছ। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া জোড়া ঘূর্ণাবর্তের জেরেই এই বৃষ্টি। মোটের ওপর সারাদিন ধরেই দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের সমস্ত জেলাগুলোতেই বৃষ্টি চলবে। এরফলে সাময়িক ভাবে বেশ কিছুটা নেমে গিয়েছে তাপমাত্রার পারদও। যদিও বাতাসে অতিরিক্ত পরিমাণে জলীয় বাষ্প থাকায় অস্বস্তিকর গরমের অনুভূতি বজায় রয়েছে।
সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৯৭ শতাংশ।