Sambad Samakal

Mamata: পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরাতে নয়া উদ্যোগ! কী ঘোষণা মুখ্যমন্ত্রীর?

Sep 4, 2023 @ 3:25 pm
Mamata: পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরাতে নয়া উদ্যোগ! কী ঘোষণা মুখ্যমন্ত্রীর?

কাজের তাগিদে রাজ্যের বাইরে গিয়ে বিভিন্ন বিপদের মধ্যে পড়ছেন পরিযায়ী শ্রমিকরা। এমনকী প্রাণহানিও হচ্ছ। এই পরিস্থিতিতে বাংলার শ্রমিকরা যাতে রাজ্যেই কাজ করতে পারেন, সেই বিষয়ে উদ্যোগী হওয়ার জন্য রিয়েল এস্টেট ব্যবসায়ীদের আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার রিয়েল এস্টেট ব্যবসায়ীদের সংগঠন ‘ক্রেডাই’-এর সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, “এরাজ্যে শিল্পের কাজে বাংলার শ্রমিকদের ব্যবহার করুন। রাজ্যে ৪৪ লক্ষ দক্ষ শ্রমিক আছে। যারা পরিযায়ী হয়ে অন্য রাজ্যে কাজ করতে যান। নামের তালিকা সরকার আপনাদের দিয়ে দেবে। সেখান থেকেই প্রশিক্ষিত শ্রমিকদের নিয়োগ করুন। ওঁরা ঘরে ফিরলে রাজ্যের মানুষ খুশি হবেন। আমরাও ওদের বোঝানোর চেষ্টা করব যে, রাজ্যে ফিরলে খাওয়া-দাওয়া, যাতায়াতের খরচ কমবে।”

Related Articles