নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে ফের বাদ পড়ল রাশিয়া, বেলারুশ ও ইরান! জানা যাচ্ছে, খুব দ্রুতই অনুষ্ঠিত হতে চলা ২০২৩ সালের পুরস্কার বিতরণীর মঞ্চেও থাকছেনা এই তিন দেশ। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ ঘোষণার পরেই নোবেল কমিটি তাদের বহিষ্কার করেছিল। সহযোগী বেলারুশও একই শাস্তি পেয়েছিল। অন্যদিকে, সাম্প্রতিক সময়ে হিজাব নিয়ে বিতর্কের জেরে ইরানের ক্ষেত্রেও একই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়।
নোবেল কমিটির দাবি, পুরস্কার প্রদানের আদর্শ বিরোধী কাজ করেছে এই তিন দেশ, তাই এই সিদ্ধান্ত। যদিও এবছর প্রাথমিক ভাবে রাশিয়া, বেলারুশ ও ইরানকে আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া চলছিল। কিন্তু বেঁকে বসে সুইডেনের রাজনৈতিক দলগুলো। শেষমেশ তাদের আপত্তিতেই অবস্থান বদল করতে একপ্রকার বাধ্য হয় নোবেল কমিটি।