মঙ্গলবার সকাল থেকেই নির্বিঘ্নে শুরু হয়েছে ধূপগুড়ি বিধানসভার উপ-নির্বাচন। সকাল ৭টায় ভোটগ্রহণ পর্ব শুরু হয়ে গেলেও, ৮টার পর থেকে বুথগুলোর বাইরে লম্বা লাইন চোখে পড়ছে। প্রতিটি বুথে মোতায়েন রয়েছে সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
এদিন সকাল থেকে ভোটের লাইনে মহিলাদের উপস্থিতি রয়েছে চোখে পড়ার মতো। ইভিএম বিভ্রাটের কারণে কয়েকটি বুথে কিছুটা দেরিতে শুরু হয়েছে ভোটগ্রহণ। ধূপগুড়ি উপ-নির্বাচনে অন্যতম চিন্তার কারণ ছিল বন্যপ্রাণীদের আক্রমণ। ফলে ভোটারদের সুরক্ষায় বিশেষ ব্যবস্থা নিয়েছে বন দফতরও। এখনও পর্যন্ত বন্যপ্রাণী সংক্রান্ত কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি।