যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর ঘটনায় এবার ৪ জন পড়ুয়াকে আজীবনের জন্য বহিষ্কার করার সুপারিশ করল আভ্যন্তরীন তদন্ত কমিটি। এছাড়াও হোস্টেলে থাকা ২৫ জন প্রাক্তনীকেও অবিলম্বে হোস্টেল থেকে বিতাড়িত করারও নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, তদন্ত কমিটির পক্ষ থেকে মোট ১৪০ জনের বয়ান রেকর্ড করা হয়েছে। সমস্ত কিছুর ভিডিও রেকর্ডিংও রয়েছে। অন্যদিকে, হোস্টেল সুপারের গাফিলতির কথাও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পৃথকভাবে বিভাগীয় তদন্তের কথাও বলা হয়েছে। এদিনই পূর্ণাঙ্গ রিপোর্ট জমা করা হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে।