বদলে দেওয়া হচ্ছে দেশের নাম! মঙ্গলবার মোদি সরকারের বিরুদ্ধে এমনই মারাত্মক অভিযোগ তুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘ইন্ডিয়া’র বদলে ‘ভারত’, এই নামটি চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি।
এদিন মমতা বলেন, “দেশের নামটা পর্যন্ত বদলে দেওয়ার হচ্ছে! দেশের রাষ্ট্রপতির নামে জি২০’র একটা আমন্ত্রণপত্রে ‘ইন্ডিয়া’র বদলে ‘ভারত’ লেখা হয়েছে! এতদিন পর্যন্ত ইন্ডিয়াই লেখা হত। সবকিছুর নাম বদলে দেওয়া হচ্ছে। ইতিহাস বদলে দেওয়ার চেষ্টা হচ্ছে।”
প্রসঙ্গত, দেশের ২৮টি বিরোধী দলের জোটের নাম ‘ইন্ডিয়া’ হওয়ার পরেই, এর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিতে শুরু করেছিলেন মোদি সহ বিজেপি নেতারা। তাহলে কি এবার সরকারি ভাবে ‘ইন্ডিয়া’র বদলে ‘ভারত’ নামকরণ করা হবে? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।