রাজ্য-রাজ্যপালের সংঘাত ক্রমাগত উত্তাপ ছড়াচ্ছিল বেশ কয়েকদিন ধরেই। মঙ্গলবার শিক্ষক দিবসের অনুষ্ঠান থেকে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে কার্যত তুলোধোনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী রাজভবনের গেটে ধর্ণায় বসারও হুমকি দিলেন।
এদিন মমতা বলেন, “আমাদের এখানে এক জন রাজ্যপাল আছেন। তিনি যা ইচ্ছে করে চলেছেন। মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করছেন এক তরফাভাবে। যারা কোনও দিন শিক্ষকতাই করেননি, সেই আইপিএস, প্রাক্তন বিচারপতিকে বসিয়ে দিচ্ছেন। আমরা এটা মেনে নেবনা। আইনি পথে’তো লড়াই হবে। প্রয়োজনে রাজভবনের গেটের সামনে ধর্ণায় বসব। জনগণের টাকায় ওই রাজভবন চলে।”
এরসঙ্গেই তিনি আরও বলেন, “কোনও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যদি মনে করেন, রাজভবনের কথায় তারা চলবেন, তাহলে কিন্তু আমি অর্থনৈতিক অবরোধ করব। দেখব, কে তাদের মাইনে দেয়। সমস্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে সরকার মাইনে দেয়। রাজ্যপালের কথায় নিয়োগপত্র পাবেন, কিন্তু মাইনে পাবেননা। উনি পারবেন দিতে! আমরা এর শেষ দেখে ছাড়ব!”