Sambad Samakal

Nabanna: জাতীয়-রাজ্য সড়কে বন্ধ অটো-টোটো! কী নির্দেশিকা নবান্নের?

Sep 5, 2023 @ 7:39 pm
Nabanna: জাতীয়-রাজ্য সড়কে বন্ধ অটো-টোটো! কী নির্দেশিকা নবান্নের?

জাতীয় ও রাজ্য সড়কে কঠোরভাবে নিষিদ্ধ হচ্ছে অটো-টোটো চলাচল! নবান্নের পক্ষ থেকে ফের জারি হল কড়া নির্দেশিকা। জানানো হয়েছে, রাজ্যজুড়ে কোনও জাতীয় সড়ক বা রাজয় সড়কের উঠতে পারবেনা অটো-টোটো। দুর্ঘটনা রোধে এই নির্দেশিকা বলে খবর।

প্রসঙ্গত, বহুদিন আগে থেকে এই নিয়ম লাগু থাকলেও তা কার্যকরী ছিলনা। এবার কঠোরভাবে তাই কার্যকরী করা হল। নবান্নের পক্ষ থেকে জানানো হয়েছে, অটো ও টোটো ইউনিয়নগুলোর সঙ্গে আলেচনা করে বিকল্প রুট নির্ধারণ করতে হবে।

Related Articles