ভারত বনাম ইন্ডিয়া বিতর্কে সরগরম গোটা দেশের রাজনীতি। একযোগে বিরোধীরা আক্রমণ শানাচ্ছে মোদি সরকারের বিরুদ্ধে। এবার এই ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন তিনি লিখেছেন, “ইন্ডিয়া বনাম ভারত বিতর্ক আসলে বিজেপি তৈরি করেছে নজর ঘোরানোর জন্য। এতে বিভ্রান্ত না হয়ে, বিজেপিকে মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, সাম্প্রদায়িক অশান্তি, বেকারত্ব, সীমান্ত সমস্যা নিয়ে প্রশ্ন করুন। ডবল ইঞ্জিন সরকার আর ভুয়ো জাতীয়তাবাদ নিয়ে বিজেপির ফাঁকা আওয়াজের প্রতিবাদ করুন।”