Sambad Samakal

Ruplekha Mitra: ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে তলব অভিনেত্রী রূপলেখা মিত্রকে

Sep 6, 2023 @ 12:44 pm
Ruplekha Mitra: ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে তলব অভিনেত্রী রূপলেখা মিত্রকে

ফ্ল্যাট প্রতারণা মামলায় তৃণমূলের তারকা সাংসদ নুসরত জাহানের পরে এবার তলব করা হল আরও এক অভিনেত্রীকে! জানা যাচ্ছে, অভিনেত্রী রূপলেখা মিত্রকে আগামী সপ্তাহের বুধবার সিজিও কমপ্লেক্সের দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ইডি সূত্রে খবর, অভিনেত্রী রূপলেখা মিত্র, সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড কোম্পানির অন্যতম ডিরেক্টর ছিলেন। সেই সময়েই ফ্ল্যাট পাইয়ে দেওয়ার নাম করে ২৩৯ জন ব্যক্তির থেকে প্রায় ২০ কোটি টাকা তোলা হয়েছিল। সেই টাকা কোথায় কোথায় কীভাবে খরচ করা হয়েছে? কে বা কারা লাভবান হয়েছেন? এসব প্রশ্নেরই উত্তর জানতে চান ইডির তদন্তকারী আধিকারিকরা।

Related Articles