অবশেষে সমস্ত আপত্তি উড়িয়ে বাংলা থেকে সরিয়ে দেওয়া হল অনুব্রত মণ্ডলের গরু পাচার মামলা। বুধবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারপতি ইডির আবেদন মঞ্জুর করলেন। ফলে এখন থেকে গরু পাচার সংক্রান্ত মামলার শুনানি হবে দিল্লিতে।
প্রসঙ্গত, বাংলার মামলা কেন দিল্লিতে স্থানান্তরিত করা হবে, এই বিষয়ে প্রশ্ন তুলেছিলেন অনুব্রত মণ্ডলের আইনজীবী। পাল্টা ইডির পক্ষ থেকে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের একটি বিজ্ঞপ্তি পেশ করা হয়। এরপরেই মামলা স্থানান্তরের জন্য অনুমতি দেন বিচারক।