গরু পাচার মামলায় দিল্লিতে জেলবন্দি রয়েছেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এবার তাঁর ঘনিষ্ঠ তৃণমূল ছাত্র পরিষদ নেতা কৃপাময় ঘোষকে তলব করল সিবিআই।
জানা যাচ্ছে, বুধবারই নিজাম প্যালেসে কৃপাময়কে জেরা করবেন তদন্তকারীরা। অনুব্রত মণ্ডলের বেনামি সম্পত্তি সম্পর্কে তথ্য পেতেই এই তলব বলে খবর। প্রসঙ্গত, অনুব্রত মণ্ডলকে আসানসোল থেকে দিল্লি নিয়ে যাওয়ার সময়ে, কৃপাময় ঘোষকেই শক্তিগড়ের হোটেলের টেবিলে দেখা গিয়েছিল।