চলে গেল চলতি বছরের আরও একটা ড্রাই ডে। অর্থাৎ নো অ্যালকোহল ডে। জন্মাষ্টমী উপলক্ষে তাই বুধবার দিনভর মদ বিক্রি হয়নি দেশের কোনো বার, পাব, রেস্তোরাঁ কিংবা অফ-শপে। ফলে মন ভালো নেই সুরাপ্রেমীদের।
তবে মনখারাপের এখানেই শেষ নয়। সামনেই ২ অক্টোবর, গান্ধী জয়ন্তী তো আছেই, তাছাড়াও চলতি বছরে দেশ জুড়ে পালিত হবে আরও ৯ টি ড্রাই ডে। অর্থাৎ বছরের বাকি চার মাসে সুরাপ্রেমীদের জন্য থাকছে আরও মোট ১০ টি মনখারাপের দিন। এর মধ্যে সেপ্টেম্বরেই রয়েছে আরো দুটি দিন, ১৯ ও ২৮ তারিখ। ১৯ সেপ্টেম্বর, মঙ্গলবার গণেশ চতুর্থী। আর ২৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার একই সঙ্গে পড়েছে অনন্ত চতুর্দশী এবং ইদ-এ-মিলাদ। তাই ওই দুই দিন ড্রাই ডে।
অক্টোবর মাসে মোট চারটি ড্রাই ডে। ২ অক্টোবর, সোমবার গান্ধী জয়ন্তী। ৮ অক্টোবর, রবিবার প্রহিবিশন উইক। ২৪ অক্টোবর, মঙ্গলবার দশমী এবং ২৮ অক্টোবর বাল্মিকী জয়ন্তী।
নভেম্বর মাসেও রয়েছে তিনটি ড্রাই ডে। ১২ নভেম্বর দীপাবলি। ২৩ নভেম্বর, বৃহস্পতিবার এবং ২৭ নভেম্বর, সোমবার পড়েছে যথাক্রমে কার্তিকী একাদশী এবং গুরুনানক জয়ন্তী। এই দুদিনও সারাদেশেই ড্রাই ডে।
ডিসেম্বর মাসে মাত্র এক দিনই ড্রাই ডে ।২৫ ডিসেম্বর অর্থাত্ বড়দিনের দিন বাজারে কোথাও মিলবে না মদ।
এছাড়াও জানুয়ারি থেকে অগস্ট মাস পর্যন্ত মোট ১৭ দিন ড্রাই ডে ছিল চলতি বছর। এর মধ্যে জানুয়ারি মাসে ১৪, ২৬ এবং ৩০ তারিখ যথাক্রমে মকর সংক্রান্তি, প্রজাতন্ত্র দিবস এবং মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে মদ বিক্রি বন্ধ ছিল।ফেব্রুয়ারিতে ১৮ তারিখ মহাশিবরাত্রির দিন ছিল ড্রাই ডে। মার্চ মাসের ৮ এবং ৩০ তারিখ হোলি এবং রামনবমী উপলক্ষে মদ বিক্রি হয়নি কোথাও। এপ্রিল মাসে চার দিন ড্রাই ডে ছিল। সেগুলি হল ৪, ৭, ১৪ এবং ২২ এপ্রিল। দিনগুলি হল মহাবীর জয়ন্তী, গুড ফ্রাইডে, আম্বেদকর জয়ন্তী এবং ইদ-উল-ফিতর। ১ মে ছিল মহারাষ্ট্র দিবস। ২৯ জুন ছিল অসাদি একাদশী। জুলাই মাসের ৩ এবং ২৯ তারিখ গুরু পূর্ণিমা এবং মহরম উপলক্ষে দেশজুড়ে মদ বিক্রি বন্ধ ছিল। ১৫ অগস্ট, স্বাধীনতা দিবসে সারা দেশে পালিত হয়েছে ড্রাই ডে।