Sambad Samakal

Sisir Adhikari: খেজুরিতে আক্রান্ত শিশির অধিকারী, মামলা হাইকোর্টে, কী অভিযোগ?

Sep 6, 2023 @ 3:47 pm
Sisir Adhikari: খেজুরিতে আক্রান্ত শিশির অধিকারী, মামলা হাইকোর্টে, কী অভিযোগ?

মঙ্গলবার সন্ধেয় খেজুরি ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির স্থায়ী বোর্ড গঠনকে কেন্দ্র করে আক্রান্ত হয়েছিলেন কাঁথির সাংসদ শিশির অধিকারী। এবার সেই ঘটনায় মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। বুধবার বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

জানা যাচ্ছে, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলা হয়েছে শিশির অধিকারীর আইনজীবীর পক্ষ থেকে। একজন সাংসদ হিসেবে প্রয়োজনীয় নিরাপত্তা দিতে ব্যর্থ পুলিশ, এই অভিযোগে হাইকোর্টের হস্তক্ষেপ দাবি করা হয়েছে। আগামী শুক্রবার মামলাটির শুনানি হতে পারে।

Related Articles