Sambad Samakal

Yuvavani Kolkata: ৫৩ পেরিয়েও তারুণ্যের উদযাপনে যুববাণী কলকাতা

Sep 6, 2023 @ 3:34 pm
Yuvavani Kolkata: ৫৩ পেরিয়েও তারুণ্যের উদযাপনে যুববাণী কলকাতা

জয়মাল্য দেশমুখ: পায়ে পায়ে ৫৩ বছরে পদার্পণ করল ঐতিহ্যবাহী আকাশবাণী কলকাতার যুববাণী বিভাগ। ১৯৭০ সালের ১৬ আগস্ট যাত্রা শুরু করার পর থেকে নিরবচ্ছিন্ন ভাবে কাজ করেছে চলেছে যুববাণী। মূলত তরুণ ও সম্ভাবনাময় রেডিও উপস্থাপক-উপস্থাপিকাদের তুলে আনাই যুববাণী বিভাগের অন্যতম লক্ষ্য। ৫৩’টা বছর পার করে আজও নিজেদের সেই দায়িত্বে অবিচল আকাশবাণী কলকাতার যুববাণী বিভাগ।

৫৩ তম জন্মদিন উপলক্ষে যুববাণীর প্রাক্তনী বিশিষ্ট গায়ক রূপম ইসলাম জানান, “৫৩ বছর ধরে মূলত যুব উপস্থাপকদের নিয়ে যুগোপযোগী ভাবে একটা রেডিও স্টেশন চালিয়ে যাওয়া মুখের কথা নয়। যুববাণীতে আমি একসময় নিয়মিত ভালোবেসে অনুষ্ঠান সঞ্চালনা করতাম। বাংলা ব্যান্ড বিষয়ক সেই অনুষ্ঠানে আমার সমসাময়িক বহু শিল্পীদের নিয়েই কাজ করেছি।”

বিশিষ্ট গায়ক ও সুরকার অনিন্দ্য চট্টোপাধ্যায় জানান, “একটা সময়ে যুববাণীতে নিয়মিত অনুষ্ঠান করেছি। সেই সময়ে কাঁচা হাতে কণিকা বন্দ্যোপাধ্যায়ের একটা সাক্ষাৎকার নিয়েছিলাম। যুববাণী সেই সুযোগ করে দিয়েছিল। যুববাণী না থাকলে আসলে নতুন প্রতিভা উঠে আসার সেই সাপ্লাই লাইন’টা বন্ধ হয়ে যাবে। আমি চাই যুববাণীর মধ্যে দিয়েই আরও নতুন নতুন প্রতিভা উঠে আসুক। যারা বাংলা গান, সিনেমা, সাহিত্য নিয়ে কাজ করবে।”

এই মুহূর্তে প্রযুক্তির হাত ধরে যুববাণী কলকাতার অনুষ্ঠান শুধু রেডিওয় নয়, প্রসারভারতীয় অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমেও শোনা যায়। ফলে জেলা, রাজ্য, দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বজনীন হয়েছে কলকাতার ঐতিহ্যবাহী এই রেডিও স্টেশন।

Related Articles