Sambad Samakal

G20 Summit: জি২০’র বৈঠক ঘিরে অঘোষিত ‘লকডাউন’ রাজধানী দিল্লিতে!

Sep 7, 2023 @ 10:53 am
G20 Summit: জি২০’র বৈঠক ঘিরে অঘোষিত ‘লকডাউন’ রাজধানী দিল্লিতে!

আগামী শনিবার রাজধানী নয়া দিল্লিতে শুরু হতে চলেছে জি২০ বৈঠক। আর তাকে কেন্দ্র করেই কার্যত অঘোষিত ‘লকডাউন’ জারি হয়েছে রাজধানীতে। ৯, ১০, ১১ সেপ্টেম্বর ছুটি ঘোষণার সঙ্গেই জারি হয়েছে একাধিক বিধিনিষেধ।

দিল্লি পুলিশের পক্ষ থেকে ইন্ডিয়া গেট ও কর্তব্য পথকে ‘নিয়ন্ত্রিত এলাকা’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সাধারণ মানুষের যাতায়াত সম্পূর্ণরূপে বন্ধ করা হয়েছে। দিল্লির রাজপথে গাড়ির চাপ কমানোর জন্য ভোর থেকে মেট্রো পরিষেবা শুরু করতে বলা হয়েছে। যাতে আম জনতা নিজেদের প্রয়োজনীয় কাজ সারতে পারেন।

দিল্লির প্রতিটি প্রান্তে অনলাইন ডেলিভারি চালু থাকলেও, ফুড ডেলিভারি সম্পূর্ণ বন্ধ থাকবে। রেল চলাচলের সময়ও নিয়ন্ত্রণ করা হবে।

Related Articles