বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের অন্যায় আচরণের বিরুদ্ধে রাজভবনের সামনে ধরনায় বসার হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সেই কথার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীকে রাজভবনের ভেতরে প্রতিবাদ সংগঠিত করার আহ্বান জানালেন স্বয়ং রাজ্যপাল সিভি আনন্দ বোস।
এদিন দিল্লি থেকে কলকাতায় ফিরে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন, “আমি আমার সাংবিধানিক সহকর্মী মুখ্যমন্ত্রীকে আহ্বান করছি, তাঁর যা প্রতিবাদ করার রাজভবনের ভেতরে এসে করতে পারেন। আমি হাতজোড় করে তাঁকে স্বাগত জানাব।”