বৃহস্পতিবার সকাল থেকেই আংশিক মেঘলা শহর কলকাতার আকাশ। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে কলকাতা সহ গাঙ্গেয় উপকূলের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টিপাত হতে পারে। তবে একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। ফলে কয়েক ডিগ্রি কমেছে তাপমাত্রার পারদ। যদিও বাতাসে অতিরিক্ত পরিমাণে জলীয় বাষ্প থাকায়, অস্বস্তিকর গরমের অনুভূতি বজায় থাকছে।
বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৯৩ শতাংশ।