১ বৈশাখ পালিত হোক ‘পশ্চিমবঙ্গ দিবস’, বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় পেশ হল এমনই প্রস্তাব। এরসঙ্গেই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘বাংলার মাটি, বাংলার জল’ গানটিকে আনুষ্ঠানিক ভাবে রাজ্য সঙ্গীত হিসেবে চিহ্নিত করারও প্রস্তাব পেশ হয়েছে। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়ে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় প্রস্তাব পেশ করেছেন। আলোচনার পরে ভোটাভুটির মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিন বিধানসভায় উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির পক্ষ থেকে বিধায়ক শঙ্কর ঘোষ, ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালনের জন্য পাল্টা প্রস্তাব দেন। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি ১৯০৫ সালের বঙ্গভঙ্গ বিরোধী ১৬ অক্টোবর বাংলা দিবস পালনের পক্ষে সওয়াল করেছেন।