শুক্রবার সকাল থেকেই শুরু হয়েছে ধূপগুড়ি বিধানসভার উনির্বাচনের ভোট গণনা। জানা যাচ্ছে, পোস্টাল ব্যালটের নিরিখে তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়কে অনেকটাই পেছনে ফেলে দিয়েছেন বিজেপি প্রার্থী তাপসী রায়।
পিছিয়ে রয়েছেন বাম-কংগ্রেস জোট প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়ও। যদিও তৃণমূলের দাবি, পোস্টাল ব্যালটের পরে সাধারণ বুথের ব্যালট পেপার গোনা শুরু হলে এগিয়ে যাবে তারা। পাল্টা বিজেপির দাবি, এবারও ধূপগুড়ির ক্ষমতা থাকবে তাদের হাতেই। এখন দেখার শেষপর্যন্ত ভোটের ফলাফল কী হয়।