Sambad Samakal

Dhupguri Election: ধূপগুড়িতে ভরাডুবি বাম-কংগ্রেস জোটের, ভোট গেল বিজেপিতে!

Sep 8, 2023 @ 3:20 pm
Dhupguri Election: ধূপগুড়িতে ভরাডুবি বাম-কংগ্রেস জোটের, ভোট গেল বিজেপিতে!

ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে বিজেপির থেকে জয় ছিনিয়ে নিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তবে গেরুয়া ও ঘাসফুল শিবিরের কাছে প্রবলভাবে ধরাশায়ী হয়েছে বাম-কংগ্রেস জোট প্রার্থী। সিপিএম প্রার্থী ঈশ্বরচন্দ্র রায় পেয়েছেন ১০ হাজারের কিছু বেশি ভোট।

মোট ভোটের নিরিখে যা মাত্র ৬ শতাংশ। প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও প্রায় একই ভোর পেয়েছিল বামেরা। তবে এবার বাম-কংগ্রেস জোটের একটা বড় অংশের ভোট বিজেপি শিবিরে গিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

যদিও এই ফলাফল প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, “আমরা ধূপগুড়িতে জিতব বলিনি। আমাদের শক্তি কম। নিজেদের মতো করে লড়াই করার চেষ্টা করেছি। আগামী দিনেও বিজেপি-তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে।”

Related Articles