শুক্রবার সকাল থেকেই শুরু হয়েছে ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের গণনা। প্রাথমিকভাবে বিজেপি প্রার্থী তাপসী রায় এগিয়ে থাকলেও চতুর্থ রাউন্ডের শেষে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়।
নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, ধূপগুড়িতে চতুর্থ রাউন্ডের শেষে ৩৬০ ভোটে বিজেপিকে পেছনে ফেলে এগিয়ে গিয়েছেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। শিলিগুড়ির মেয়র তথা তৃণমূল নেতা গৌতম দেবে দাবি, সময় যত বাড়বে, ততই বিজেপিকে টপকে আরও এগিয়ে যাবে তৃণমূল কংগ্রেস।