Sambad Samakal

Dhupguri Election: অভিষেকের মাস্টারস্ট্রোকেই বাজিমাত! ধূপগুড়িতে কত ভোটে জিতল তৃণমূল?

Sep 8, 2023 @ 2:36 pm
Dhupguri Election: অভিষেকের মাস্টারস্ট্রোকেই বাজিমাত! ধূপগুড়িতে কত ভোটে জিতল তৃণমূল?

হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে বিজেপির হাত থেকে ধূপগুড়ি ছিনিয়ে নিল শাসক দল তৃণমূল কংগ্রেস। দশ রাউন্ডের গণনার শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মলচন্দ্র রায় জয় লাভ করেছেন। এরপরেই কার্যত উচ্ছাসে ফেটে পড়েছেন তৃণমূল কংগ্রেসের সমর্থকরা।

জানা যাচ্ছে, ৪ হাজারেরও বেশি ভোটের মার্জিনে নিকটতম বিজেপি প্রার্থী তাপসী রায়কে হারালেন নির্মলন্দ্র রায়। ২০২১ সালে হেরে যাওয়ার পরে ফের ধূপগুড়ি পুনরুদ্ধার করল ঘাসফুল শিবির।

প্রসঙ্গত, প্রচারের একদম শেষ সময়ে ধূপগুড়িতে গিয়ে পৃথক মহকুমা গঠনের প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের একাংশের মতে, সেই প্রতিশ্রুতিই শেষপর্যন্ত মাস্টারস্ট্রোক হিসেবে স্বীকৃত হল এদিনের ফলাফলের নিরিখে।

Related Articles