শুক্রবার পশ্চিমবঙ্গের ধূপগুড়ি সহ দেশের বিভিন্ন রাজ্যের মোট ৭টি আসনে উপনির্বাচনের ভোট গণনা ছিল। আর সেই ৭টি আসনের মধ্যে ৪টিতেই জয় পেল বিরোধী জোট ইন্ডিয়া।
পশ্চিমবঙ্গের ধূপগুড়িতে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস, উত্তরপ্রদেশের ঘোষি আসনটি বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে অখিলেশের সমাজবাদী পার্টি, ঝাড়খণ্ডের দুমড়ি আসনটিতেও জিতেছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কেরলের পুথুপল্লি আসনে সিপিএমকে হারিয়ে জিতেছে কংগ্রেস। ফলে সবমিলিয়ে ইন্ডিয়া জোটের ঝুলিতে এসেছে ৪টি আসন।
অন্যদিকে, ত্রিপুরায় ২টি আসনে জয়ী হয়েছে বিজেপি। এছাড়াও উত্তরাখণ্ডের ১টি আসনে জিতেছে বিজেপি। ফলে জোট গঠনের পরে প্রথম পরীক্ষাতেই বিজেপিকে পেছনে ফেলে দিল ইন্ডিয়া।