চব্বিশের লোকসভা নির্বাচনে মোদি সরকারকে চাপে ফেলতে ‘ইন্ডিয়া’ জোট তৈরি করেছে বিরোধী দলগুলো। এবার সেই বিরোধী ঐক্যে ধাক্কা দিয়ে এনডিএ’র হাত ধরতে চলেছে কর্ণাটকের জেডিএস। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার দলের সঙ্গে ইতিমধ্যেই বিজেপি শিবিরের ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে খবর।
প্রসঙ্গত, কর্ণাটক বিধানসভায় কংগ্রেস জেতার পরেই বিরোধী শিবিরের সঙ্গে দূরত্ব তৈরি হতে থাকে দেবগৌড়ার দলের। বিধানসভা ভোটে হারানো মাটি পুনরুদ্ধারে তাই বিজেপির ওপরেই ভরসা রাখছে জেডিএস। রাজনৈতিক মহলের একাংশের মতে, অন্ধ্রের চন্দ্রবাবু নাইডুর পরে দেবগৌড়ার এনডিএ’তে যোগদান এই মুহূর্তে দেশের রাজনীতির নিরিখে বিশেষ তাৎপর্যপূর্ণ।