Sambad Samakal

Abhishek: ধূপগুড়িতে বিজেপিকে হারিয়ে জয়ী তৃণমূল, কী বার্তা মমতা-অভিষেকের?

Sep 8, 2023 @ 4:55 pm
Abhishek: ধূপগুড়িতে বিজেপিকে হারিয়ে জয়ী তৃণমূল, কী বার্তা মমতা-অভিষেকের?

প্রবল লড়াইয়ের মাধ্যমে ধূপগুড়ি উপনির্বাচনে জয় ছিনিয়ে এনেছেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। আর এই জয়ের জন্য ধূপগুড়ির সাধারণ ভোটারদের ধন্যবাদ জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

দিল্লি উড়ে যাওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, “এই জয় বাংলার মাটি, বাংলার জলের জয়। উত্তরবঙ্গে এই নির্বাচনে জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজেপি নেতারা সমস্ত হোটেল ভাড়া করে পড়েছিল। কিন্তু তাদের পরাজয় হয়েছে। চাবাগান, রাজবংশী মানুষকে ধন্যবাদ। এভাবেই ধীরে ধীরে মানুষ সিদ্ধান্ত নিক। এটা ঐতিহাসিক নির্বাচন।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিষেক লিখেছেন, “উন্নয়নের রাজনীতি আজ ঘৃণা ও ধর্মান্ধতার রাজনীতিকে হারিয়ে দিয়েছে। ধূপগুড়ির মানুষের সর্বাত্মক উন্নয়নের জন্য লাগাতার চেষ্টা চালিয়ে যাব।”

Related Articles