Sambad Samakal

Andhra Pradesh: গ্রেফতার প্রাক্তন মুখ্যমন্ত্রী! উত্তাল অন্ধ্রপ্রদেশ! কী অভিযোগ?

Sep 9, 2023 @ 10:49 am
Andhra Pradesh: গ্রেফতার প্রাক্তন মুখ্যমন্ত্রী! উত্তাল অন্ধ্রপ্রদেশ! কী অভিযোগ?

শনিবার সাতসকালে গ্রেফতার অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। জানা যাচ্ছে, ভোর ৬টা নাগাদ একটি রাজনৈতিক কর্মসূচী থেকে সে রাজ্যের সিআইডির আধিকারিকরা চন্দ্রবাবুকে গ্রেফতার কটেন। আর এই সংবাদ প্রকাশ্যে আসার পরেই ক্ষোভে ফেটে পড়েছেন টিডিপি কর্মী-সমর্থকরা।

সংবাদসংস্থা সূত্রে খবর, শুধু চন্দ্রবাবু নয়, তাঁর ছেলেকেও হেফাজতে নেওয়া হয়েছে। জানা যাচ্ছে, ২০২১ সালের স্কিল ডেভলপমেন্ট দুর্নীতি সংক্রান্ত মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই তদন্ত চালাচ্ছিল অন্ধ্রপ্রদেশ সিআইডি। এদিনই তাঁকে আদালতে পেশ করা হবে খবর।

Related Articles