Sambad Samakal

WB Education Policy: ১ বছরের প্রি-প্রাইমারি, সেমেস্টার পদ্ধতিতে উচ্চমাধ্যমিক! কী সিদ্ধান্ত নয়া শিক্ষানীতিতে?

Sep 9, 2023 @ 7:33 pm
WB Education Policy: ১ বছরের প্রি-প্রাইমারি, সেমেস্টার পদ্ধতিতে উচ্চমাধ্যমিক! কী সিদ্ধান্ত নয়া শিক্ষানীতিতে?

নয়া জাতীয় শিক্ষানীতি আগেই ঘোষণা করেছে মোদি সরকার। সেই নীতি পুরোপুরি না মেনে নিলেও, নয়া রাজ্য শিক্ষানীতি ঘোষণা করল নবান্ন। শনিবার গেজেট নোটিফিকেশনের মাধ্যমে বাংলার নয়া শিক্ষানীতি লাগু করা হল।

নয়া এই শিক্ষানীতিতে বেশ কয়েকটি নতুন পদক্ষেপের কথা ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে, এখন থেকে পড়ুয়াদের ১ বছরের প্রি-প্রাইমারি পাঠক্রম পড়তে হবে। এরপরে যথারীতি ৪ বছরের প্রাইমারি ক্লাস হবে।

এছাড়াও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেমেস্টার পদ্ধতিতে হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। প্রশ্নপত্র থাকবে এমসিকিইউ প্যাটার্নের। ২০২৪ সালে যে সমস্ত পড়ুয়ারা একাদশ শ্রেণিতে ভর্তি হবে, তারা এই নয়া নিয়মের আওতায় পড়বে। উচ্চমাধ্যমিক পরীক্ষার পরে স্কুলের তরফে আয়োজিত হবে ‘গ্র্যাডুয়েশন সেরিমনি’।

অন্যদিকে, তৃতীয় শ্রেণির থেকে পড়ুয়াদের একটি ইউনিক আইডেন্টিফিকেশন আইডি কার্ড দেওয়া হবে। যার মধ্যে থাকবে একটি চিপ। সেখানে তৃতীয় শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের সমস্ত অ্যাকাডেমিক রেকর্ড জমা থাকবে।

Related Articles