যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনার তদন্তে নেমে সামনে এসেছে বিশ্ববিদ্যালয়ের ভিতরে মাদক চক্রের কথা। এবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে বাজেয়াপ্ত হল বিপুল পরিমাণ কোকেন। এসটিএফের হাতে গ্রেফতার সাত। যদিও ওই মাদক বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে পাচার করার জন্য আনা হয়েছিল, নাকি অন্য কোথাও পাচারের ছক ছিল, ধৃতদের জেরা করে সে বিষয়ে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
এসটিএফ সূত্রে খবর, উদ্ধার হওয়া মাদকের ওজন ১৬৫ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৩৫ লক্ষ টাকা। ধৃতদের জেরা করে ঘটনার সঙ্গে জড়িত বাকিদের হদিশ পাওয়ার চেষ্টা করছে পুলিশ।