Sambad Samakal

Aditya L1: সূর্যের পথে আরও এক ধাপ এগোল ভারতের সৌরযান! পার তৃতীয় কক্ষপথ

Sep 11, 2023 @ 10:27 am
Aditya L1: সূর্যের পথে আরও এক ধাপ এগোল ভারতের সৌরযান! পার তৃতীয় কক্ষপথ

সূর্যের দিকে আরও একধাপ এগিয়ে গেল ভারতের সৌরযান আদিত্য এল ওয়ান। ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে পৃথিবীর তৃতীয় কক্ষপথ পেরিয়ে গেছে সৌরযান। পৃথিবী থেকে ২৯৬ কিমি x ৭১৭৬৭ কিমি দূরে অবস্থান করছে আদিত্য এল ওয়ান।

আগামী ১৫ সেপ্টেম্বর সৌরযানের পরবর্তী কক্ষপথ পরিবর্তন হবে। ১৮ সেপ্টেম্বর পৃথিবীর সমস্ত কক্ষপথ পেরিয়ে সূর্যের পথ ধরবে আদিত্য এল ওয়ান। এরমধ্যে থাকা মোট ৭টি পেলোড, সূর্যের বাইরে থাকা ফটোস্ফিয়ার, ক্রোমোস্ফিয়ার, করোনা স্তর পর্যবেক্ষণ করে তথ্য সংগ্রহ করবে।

Related Articles