ইডি-সিবিআইয়ের মত কেন্দ্রীয় এজেন্সির হাত থেকে বাঁচতে বিজেপিতে যোগ দেওয়ার আহ্বান! এবার বিতর্কে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। ভাইরাল হওয়া একটি ভিডিওয় দেখা যাচ্ছে, দলীয় সভামঞ্চ থেকে তৃণমূল নেতাদের বিজেপিতে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছেন তিনি।
অনুপম বলেন,”তৃণমূলের যে কোটিপতি নেতারা হাতে সোনার চেন পড়ে ঘুরছেন, যদি মনে করেন ইডি-সিবিআই আসতে পারে, তাহলে প্রকাশ্য মঞ্চে আসুন। চুরি ছেড়ে দিন। প্রকাশ্যে বিজেপিতে যোগ দিতে লজ্জা করলে, কানে কানে বলুন।”
আর অনুপমের এই বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “একথা থেকেই স্পষ্ট বিজেপি ঠিক কী করছে। বাংলা সহ গোটা দেশেই বিরোধী দলগুলোকে ভাঙিয়ে তারা শক্তিশালী হতে চাইছে। আর একাজে তারা ব্যবহার করছে ইডি-সিবিআইয়ের মত সংস্থাগুলোকে।”