বিরোধী জোট ইন্ডিয়ার সমন্বয় বৈঠকের দিনই ফের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার এপ্রসঙ্গে নবান্ন থেকে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন তিনি বলেন, “অকারণে অভিষেককে হেনস্তা করা হচ্ছে। কোনও প্রমাণ ওদের হাতে নেই। ওঁকে একবার নিম্ন আদালত, একবার হাইকোর্টে একবার সুপ্রিমকোর্টে ছুটতে হচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে এই ধরনের কাজ করা হচ্ছ। ওরা আসলে জানে যে যুব প্রজন্ম অন্যায় সহ্য করবেনা।তাই ওরা নতুন প্রজন্মকে হেনস্তা করছে। কিন্তু যুবরা সাহসের সঙ্গে লড়াই করবে।”
এরসঙ্গেই মমতা আরও বলেন, “গণতন্ত্রে কোনও দলের সঙ্গে অনয় দলের মতপার্থক্য থাকতেই পারে। সেটাই স্বাভাবিক। কিন্তু তার মানে এটা নয় যে অন্যায়ভাবে হেনস্তা করা হবে। আজ ওরা ক্ষমতায় আছে, কাল অন্য কেউ এলে, সেও’তো একই কাজ করতে পারে। আমরা’তো ৩৪ বছরের বাম সরকারের মুখ্যমন্ত্রী, সহ অন্য মন্ত্রীদের গায়ে হাত দিই নি। আমাদের কাছেও’তো অনেক খরচ থাকে।”