কেন্দ্রীয় বঞ্চনা ও অবিলম্বে একশো দিনের বকেয়া টাকা দেওয়ার দাবিতে ২ অক্টোবর গান্ধী জয়ন্তীতে ‘দিল্লি চলো’ কর্মসূচী নিয়েছে তৃণমূল কংগ্রেস৷ কিন্তু দিল্লি পুলিশের পক্ষ থেকে অনুমতি দিতে অস্বীকার করা হচ্ছে। এই পরিস্থিতিতে সোমবার বিকল্প কর্মসূচীর কথা ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন নবান্ন থেকে মমতা বলেন, “দিল্লি পুলিশ হয়’তো রাজনৈতিক চাপের কারণে অনুমতি দিচ্ছেনা। আমরা তাদের বিরুদ্ধে নই, কোনও শত্রুতাও নেই। তবে একান্ত অনুমতি না দিলে, আমরা গান্ধীজিকে শ্রদ্ধা জানাতে রাজঘাটে যাব। আমাদের বিধায়ক, সাংসদ, পঞ্চায়েতের সভাপতিরা যাবেন। গান্ধীজিকে শ্রদ্ধা নিবেদন করতে’তো আর আটকাতে পারবে না!”
এরসঙ্গেই মমতা আরও বলেন, “আমি কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করব, আমাদের বকেয়া টাকা যেন দ্রুত দিয়ে দেওয়া হয়। যুক্তরাষ্ট্রীয় কাঠামো, কেন্দ্র-রাজ্য সম্পর্কের ওপরে যদি ন্যুনতম আস্থা থালে, তাহলে গরীব মানুষের পেটে লাথি মেরে ওরা রাজনীতি করবেনা। বিভিন্ন প্রকল্প ছাড়াও কয়েক হাজার কোটি টাকা আমরা কেন্দ্রের কাছ থেকে পাওনা রয়েছে।”